৯টি অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় ডিবিতে হিরো আলম

৯টি অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় ডিবিতে হিরো আলম

বিনোদন ডেস্কঃ ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমের ৯টি অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছেন হিরো আলম।

গতকাল মঙ্গলবার (২ মে) দুপুর সোয়া ২টার দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন আলোচিত এই সোশ্যাল তারকা।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে হিরো আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ বিষয়ে ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি আমি। হ্যাকারের সন্ধান পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করেছি আমি।

এবার ঈদে মুক্তি পায় হিরো আলমের গান ‘ব্যর্থ প্রেমিক’। গানটির কথা, সুর ও মিউজিক ভিডিও নির্মাণ করছেন আলী জুলফিকার জিহাদী। এর সংগীতায়োজন করেছেন মোশাররাফ সেতু।

Posted

in

by