বিনোদন ডেস্ক /S.H:

বলিউডের তারকাদের প্রায় শখ করতে দেখা যায়। আর এইসব শখ পূরণের জন্য তারা ব্যয় করেন কোটি কোটি টাকা। এইবার শখ পূরণ করলেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। ভারতীয় মূদ্রা ১৮ কোটি টাকা ব্যাংক লোন নিয়ে মোট ৪৭.৫ কোটি  টাকা দিয়ে মুম্বাইয়ে বিলাসবহুল বাংলো কিনলেন এই বলিউড অভিনেতা।
এর আগে কাজল তার স্বামীর গাড়ির শখের কথা জানিয়ে ছিলেন। গোলমাল সিনেমা খ্যাত এই অভিনেতার কাছে রয়েছে পৃথিবীর সব দামি দামি গাড়ি। যার বাংলাদেশ বাজার মূল্য প্রায় ১ কোটি ৭১ লাখ টাকা থেকে শুরু । এছাড়াও রয়েছে নিজস্ব জেট, যার বাংলাদেশ বাজার মূল্য ৯৭ কোটি টাকা । এবার তিনি শখ করলেন মুম্বাইয়ের একটি বাংলোর। যার বাংলাদেশ বাাজার মূল্য ৫৪ কোটি টাকা। এই কারণেই তিনি ইন্ডিয়ান মূদ্রা ১৮ কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে বাংলোটি কিনেন। এই বাংলোটি ৪৪৭ স্কোয়ার মিটার ছাড়ানো। জানা গেছে ২০২১ সালের মে মাসে এই সম্পত্তির সকল কাগজ-পত্রের কাজ শেষ করেন তিনি। সম্প্রতি ভারতীয় মূদ্রা ৩১ কোটি দিয়ে আরও একটি সম্পত্তি কিনেন বলিউডের বিগ বি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *