সোমবার (২২ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচিত হলেন কাউন্সিলর আবদুস সবুর লিটন, গিয়াস উদ্দিন ও আফরোজা জহুর। চসিক কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর ৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ৫ জন।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

নির্বাচনে দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী পেয়েছেন ১৩ ভোট, কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু পেয়েছেন ১০, বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন পেয়েছেন ২৭ ভোট, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী পেয়েছেন ১১, পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন উর রশীদ পেয়েছেন ১৬ ভোট ও রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন পেয়েছেন ২৯ ভোট।

এছাড়া সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জোবাইরা নার্গিস খান পেয়েছেন ৩ ভোট, নীলু নাগ পেয়েছেন ১৩ ভোট, আফরোজা কালাম পেয়েছেন ২৬ ভোট, লুৎফুন্নেছা দোভাষ বেবী পেয়েছেন ৩ ভোট ও ফেরদৌস বেগম মুন্নী পেয়েছেন ৮ ভোট।

এর আগে সকাল ১১টা ২০ মিনিটে কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে তিনটি বুথে ভোট গ্রহণ শুরু হয়। ১১টা ৪০ মিনিটে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টায় প্যানেল মেয়র নির্বাচন হওয়ার কথা থাকলেও চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে তা স্থগিত করা হয়েছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *