বিনোদন ডেস্কঃ অবশেষে আয়োজন করে রাজ-পরীমনির বিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। খুবই কাছের কিছু মানুষকে সঙ্গে নিয়ে গতকাল শনিবার বিয়ের সাজে বর-কনে হয়ে ধরা দিলেন এই নতুন দম্পতি।

এর আগের দিন শুক্রবার পরীর বাসভবনে গায়ে-হলুদের অনুষ্ঠানটাও সেরে নেন পরী-রাজ। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজের কয়েকজন নির্মাতা। এরপর রাতেই তাদের গায়ে হলুদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন চিত্রনায়িকা পরীমনি।

রাজ-পরীমনি দম্পতির বিয়ের কিছু ছবি প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দুজনকে বেশ রোমান্টিক মুডেই দেখা গেল। সেজেছিলেন তারা রাজা-রানীর মতো। তবে পরী বিয়ের আসরে হটাৎ কেঁদে ওঠেন। তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নেন রাজ। বাবা-মা হারা স্ত্রীকে যেন নির্ভরতার আশ্রয় দিতেই বুক বাড়িয়ে দিলেন স্বামী রাজ। বিয়ের জন্য রাজ ও পরী পোশাকে বেছে নিয়েছিলেন সোনালী ও মেরুন রঙের। আর  দুজনে ম্যাচিং করে নবদম্পতি সাজে বসেছিলেন বিয়ের আসনে।

সম্প্রতি পরীমনি মা হচ্ছেন বলে খবর আসে। পরী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং শুরুর পর শরিফুল রাজের সঙ্গে পরিচয় হয় পরীমনির। পরিচয়ের মাত্র ৭ দিনের মধ্যে প্রেম হয় তাদের। এরপর গেল বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা।। আয়োজন করে বিয়ের আফসোস ছিল তাই। সেই আফসোস মিটিয়ে নিলেন ২২ জানুয়ারি।

প্রসঙ্গত, চিত্রনায়িকা পরীমনির চতুর্থ স্বামী শরীফুল রাজ এর আগে সৌরভ কবির, তামিম হাসান ও কামরুজ্জামানকে বিয়ে করেছিলেন। তবে ঢাকাই সিনেমার এই নায়িকা অতীত ভুলে আগামীর সম্ভাবনার দিকে যেতে দোয়া চাইলেন সকলের।