রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ করোনা এখন বিশ্বজুড়ে পরিচিত আতঙ্কের নাম। সর্বদা ছড়িয়ে পড়া করোনা ভয়, সঙ্গে ক্ষুধার জ্বালায় মানুষ আজ বাকরূদ্ধ। অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে নানা সামাজিক সংগঠন। এদের মধ্যে একটি প্রত্যাশা সামাজিক সংগঠন।

চলতি বছরের পহেলা মে প্রত্যাশা সামাজিক সংগঠনের পথচলা শুরু। প্রথম দিকে প্রতিটি প্রোগ্রাম ছিল তাদের জন্য বড় চ্যালেঞ্জ। চারপাশে নানান নামের সামাজিক সংগঠনের বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে। যার ফলে মানুষের কাছে সামাজিক সংগঠনের কথা বলে ডোনেশন পাচ্ছিল না তারা। কেমন যেন বিশ্বাসের অভাব পরিলক্ষিত হয় তাদের চোখে। তারা অর্থ সংগ্রহের পথ বদল করে। ইভেন্টে ফান্ড সংগ্রহ না করে, ঢালাওভাবে সবার সহযোগিতা না চেয়ে ঘনিষ্ঠজনদের শরণাপন্ন হয় সংগঠনের সাধারন সম্পাদক সাকিব আল হাসান রুবেল।

প্রত্যাশা সামাজিক সংগঠনের সাধারন সম্পাদক সাকিব আল হাসান রুবেল বলেন, এই সংগঠনে কাজ করার আগে মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেছি খারাপ লেগেছে, কিন্তু অনুভব করতে পারিনি। মানুষের খাদ্যাভাব, কষ্ট খুব কাছ থেকে দেখেছি আর প্রতিনিয়ত চিন্তা করেছি আরও ভালোভাবে কিভাবে মানুষের পাশে দাড়ানো যায়। আমি মনে করি, আমরা তরুণরাই পারি ক্ষুধার্তদের পাশে দাড়াতে। তাই যাদের টাকাপয়সা আছে তাঁরা সবাই যদি এই মানুষগুলোকে সহয়তা করে তাহলে দারিদ্র্য মোচন করা সম্ভব। আসুন যে যেভাবে পারি মানুষের পাশে দাড়াই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *