অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সদর ইউনিয়নের একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপের অপরাধে এক মহিলাসহ দুই খদ্দেরকে আটক করেছে স্থানীয়রা। পরে আটককৃতদের থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া হাসপাতাল পাড়া এলাকার আব্দুল বারেক ও জাহানারা বেগম দম্পতির সহযোগীতায় তাদের বাড়িতে মাদক ও দেহ ব্যবসা চলে আসছে ।

জানা গেছে, রবিবার (২৪ জুলাই) বিকালে স্থানীয়রা ওই বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় মহিলাসহ ৩ জনকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই খদ্দের ও এক মহিলাকে আটক করে । এ সময় তল্লাশি করে ঘরের ছাদের উপরে রঙের বালতিতে রাখা ১শ গ্রাম গাঁজা উদ্ধার করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক বারেক ও তার স্ত্রী জাহানারা বেগম পালিয়ে যায়।

আটককৃতরা হল-উপজেলার পাথরডুবি গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৩২) একই গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ আয়নাল হক ও উত্তর ধলডাঙ্গা গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র মোঃ সিদ্দিক (৩২)।

স্থানীয় আশা, পলাশ, খোকন জানান, ওই বাড়িতে দীর্ঘদিন থেকে মাদক ও নারী দিয়ে অসামাজিক ব্যবসা চলে আসছিল। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এজন‍্য আমরা তাদের আটক করে পুলিশকে খবর দেই।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ বাদী হয়ে মামলা দায়ের পুর্বক আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং বাড়ির মালিকের নামে মাদক দ্রব্য আইনে পৃথক মামলা হয়েছে।