বিনোদন ডেস্ক / S.H:
অস্কার জয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি শুধু তার অভিনয়ের জন্যই বিখ্যাত নন। তার ভক্ত সব সময় তাকে ভালোবেসেছে তার মহৎ হৃদয় ও সাহসী মনোভাবের জন্য। এইবার বিশ্ব মৌমাছি সংরক্ষণ দিবসে মৌমাছির গুরুত্ব বোঝাতে ভিন্ন পথ অবলম্বন করেন খ্যাতিমান এই অভিনেত্রী।
মৌমাছি সংরক্ষণে মানুষকে সচেতন করতে এই অকল্পনীয় পদক্ষেপ গ্রহণ করেন ফটোগ্রাফার ড্যান। কয়েকশ’ মৌমাছি সহ একটি কক্ষে অ্যাঞ্জেলিনার ফটোশুট হয়। একটি সাধারণ সাদা অফ শোল্ডার পোশাক পরে অসম্ভব সাহসীকতার সাথে নিজের সৌন্দর্য তুলে ধরেন অ্যাঞ্জেলিনা। তার সৌন্দর্যের চর্চা হয় সারা বিশ্বে তার সাথে যোগ হল এবার প্রকৃতিকে রক্ষা প্রচেষ্টা। তাইতো প্রশংসা ভাসছেন হলিউড অভিনেতী। শুধু সাহসী এই অভিনেতী ছিলেন সেফটি পোশাক ছাড়া এবং ইউনিটের বাকি সবার পরায় ছিল সেফটি পোশাক। নিঃশব্দে ১৮ মিনিট দাঁড়িয়ে ফটোশুট শেষ করেন ৪৫ বছরের এই সুন্দরী অভিনেত্রী। নিজের যোগ্যতা বার বার বিশ্বের কাছে তুলে ধরতে পছন্দ করে গুনি এই অভিনেত্রী। তার এই পদক্ষেপে খুশি তার ভক্তরা।