জাতীয় ডেস্কঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদ্য বিদায়ী মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন বলে র‌্যাব সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আবদুল্লাহ আল-মামুনকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ছিলেন। বেনজীরের মতোই র‌্যাব থেকে পুলিশ প্রধানের দায়িত্বে এলেন আল-মামুন। বেনজীর আইজিপি হওয়ার পর তিনি ২০২০ সালে র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব পেয়েছিলেন।

গতকাল শুক্রবার বিকালে নানা আনুষ্ঠানিকতায় নতুন আইজিপিকে বরণ করে নেওয়ার পাশাপাশি বেনজীরকে বিদায় জানানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকালে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেয়। নতুন আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান তার সহকর্মীরা।

আইজিপির দায়িত্ব নেওয়ার পরপরই আল-মামুন ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা আল-মামুন গত বছরের ১৮ অক্টোবর গ্রেড-১ এ পদোন্নতি পান। চাকরির মেয়াদ পূর্ণ করে আগামী বছরের ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা রয়েছে।