নিজস্ব সংবাদদাতা : মাদারীপুেরর কালিকিন উপেজলার পুর্ব মাইজপাড়ায় আকিলমা হাওলাদার আমিরকান ইন্টা: স্কুল ও কলেজের “গনি হাওলাদার প্রশাসনিক ভবন ও অধ্যক্ষের বাসভবনের” ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীও পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডঃ আব্দুস সামাদ হাওলাদার (পিএইচডি) এবং পরিচালনা করেন স্কুলের পরিচালক মিসস রুনিয়া মকবুল হাওলাদার।

এই মহতী অনুষ্ঠানে শারীরিকভাবে উপস্থিত থেকে আকিলমা হাওলাদার আমেরিকান ইন্টা: স্কুল ও কলেজের “গনি হাওলাদার প্রশাসনিক ভবন ও অধ্যক্ষের বাসভবেনর” ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

প্রধান অতিথি হিসেবে স্থানীয় মাদারীপুর সদর উপেজলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বণিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম (তুষার)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুেরর আওয়ামী লীগের বিশিষ্ট নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজপাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অনলাইনে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে যুক্ত ছিলেন দেশের বেশ কয়েকজন বিশিষ্ট গুণীজন, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তি ও স্থানীয় ও বাংলােদশ টেলিভিশনের সংগীত শিল্পী। অথিতিদের মধ্যে ছিলেন অতিরিক্ত সচিব (অবঃ) ড. ইমদাদুল হক, বিশিষ্ট জনপ্রিয় অভিনেতা ও নির্দদেশক জনাব আজিজুল হাকিম, নাট্যকার ও নির্মাতা মিসেস জিনাত হাকিম, মোঃ শাহেদুল ইসলাম, ডেপুটি কনসাল জেনারেল, বাংলােদশ হাই কমিশন, দুবাই, রাজউকের প্রধান প্রকৌশলী রায়হানুল
ফেরদৌস, বিমান ক্যাপ্টেন (অবঃ) আব্দুল ফারুক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আল আরাফা ব্যাঙ্ক জনাব সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাধীনতার উপরে সংগীত পরিবেশন করেন রবার্ট বৈদ্য, যুক্ত ছিলেন বাংলােদশ টেলিভিশনের নিয়মিত শিল্পী কুমকুম মির্জা ও সংগীত শিল্পী মিসেস মাহাবুব খানম ভূইয়াঁ (লাভলী)। এছাড়া আরো বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *