ডিবিএন ডেস্কঃ দেশে তীব্র করোনা সংক্রমণের পরিস্থিতি মোকাবিলায় আগামীকাল ৫ এপ্রিল (সোমবার) সারাদেশে ৭ দিনের লকডাউন শুরু হতে চলেছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া, আজ ৪ এপ্রিল (রবিবার) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের লকডাউনে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তবে পণ্যপরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া শিল্প কলকারখানাগুলো  শর্তসাপেক্ষ চালু থাকবে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম ১ জনের মৃত্যু হয়। সর্বশেষ চলতি বছরের ৩ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে ৯ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *