শিক্ষা ডেস্কঃ আগামী ৩০ এপ্রিল চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। গতকাল রোববার (২৯ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানায়।
কমিটির সভাপতি তপন কুমার সরকার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, এসএসসি পরীক্ষার রুটিন আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আগামী ৩০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখের মত শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সংখ্যাটি এখনও নিশ্চিত করে বলতে পারছে না আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।
প্রশ্নফাঁস রোধ ও শৃঙ্খলার মধ্যে পরীক্ষা নিতে বরাবরের মতোই ব্যবস্থা থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনার কারণে পুনর্বিন্যাস করা সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত কয়েক বছর আগে থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান এবং এপ্রিলের শুরুতে এইচএসসি ও সমমান পরীক্ষা আরম্ভ হলেও ২০২০ সালে করোনা সংক্রমণের কারণে তা বিলম্বিত হয়।