জাতীয় ডেস্কঃ আজ ১লা মার্চ ‘জাতীয় বীমা’ দিবস। এবারের বিমা দিবসের  শ্লোগান ” বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে”। বর্ণাঢ্য আয়োজনে আজ ১লা মার্চ সারাদেশ জুড়ে পালিত হবে ‘জাতীয় বীমা দিবস ২০২২’।

আজ সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অতিথি হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত জাতীয় বীমা দিবসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।

‘জাতীয় বীমা দিবস ২০২২’ উপলক্ষে সারাদেশে শোভাযাত্রা, বীমা প্রতিষ্ঠানসমূহে পোস্টার-ব্যানার দিয়ে সজ্জিতকরণ, গ্রাহকদের জন্য বিশেষ সেবা প্রদান, ট্রাকে সীমিত সংখ্যক লোক নিয়ে বীমা বিষয়ে গান প্রচার, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ), বাংলাদেশ ইন্স্যুারেন্স এসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুারেন্স ফোরাম বিমা দিবস উপলক্ষে যৌথভাবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৯৬০ সালের ১ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। সেই দিনকে স্মরণীয় করে রাখতে ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে জাতীয় বীমা দিবস। এবারও সে অনুযায়ী বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবো সবাই মিলে – এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হবে এবারের জাতীয় বীমা দিবস।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান