স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে টাইগারদের চতুর্থ ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যাদের বিপক্ষে টি-ফরম্যাটে কোনো জয়ই নেই টাইগারদের। দল হিসেবে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও, এবারের দেখায় ইতিহাসটা বদলাতে চায় বাংলাদেশ। যদিও সুপার টুয়েলভে নিজেদের তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তবে কাগজে কলমের হিসেবে সেমিফাইনাল খেলার আশা থাকলেও বাস্তবতা হচ্ছে আগামী দুই ম্যাচ জিতলেও সেমিফাইনালে খেলার কোনো আশাই নেই বাংলাদেশের।

এদিকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা সঠিক পথে আছে। তিন ম্যাচের দুটি জিতেছে প্রোটিয়ারা। ফেভারিট হিসেবে এই ম্যাচ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। কারণ হেড টু হেডে বাংলাদেশের বিপক্ষে তাদের একচ্ছত্র আধিপত্য। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের দেখা হয়েছে মাত্র ছয়বার। আগের দেখায় প্রত্যেকবার জিতেছে প্রোটিয়ারা। মানে বাংলাদেশ ৬-০ তে পিছিয়ে। বিশ্বকাপে একবারই দেখা হয়েছিল দুই দলের। ২০০৭ সালে প্রথম আসরে কেপ টাউনে ওই ম্যাচে ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে ইনজুরির ধাক্কায় বড় ভরসা সাকিব আল হাসানও ছিটকে গেছেন। এখন পাওয়া-না পাওয়ার সমীকরণ, পিছুটান, হারানোর আসলে কিছুই নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *