স্পোর্টস ডেস্কঃ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রাটা জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। আর আজ রোববার আসরের বাছাই পর্বে ওমানের মাস্কাটে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ ও স্কটল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোটর্স।

১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত বাছাই পর্বের খেলা হবে। পয়েন্ট টেবিলের সেরা দুই দল পরের পর্বে খেলবে। বাছাই পর্বের ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ের‌ বিচারে ফেভারিট বাংলাদেশই। শক্তি ও সামর্থ্যের বিচারে স্কটল্যান্ডের চেয়ে অনেকটা এগিয়ে লাল-সবুজের দল। প্রথম রাউন্ডে বাংলাদেশ আরও দুটি ম্যাচে নেদারল্যান্ডস ও নামিবিয়ার মুখোমুখি হবে।

এর আগে ২০১২ সালে বাংলাদেশ ও স্কটল্যান্ড মুখোমুখি হয়েছিল। অবশ্য সেবার জিতেছিল স্কটল্যান্ড। কিন্তু, দুটি প্রস্তুতি ম্যাচে হার বাংলাদেশের জন্য চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে। শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে এবং আয়ারল্যান্ডের কাছে ৩৩ রানে হেরেছিল বাংলাদেশ।

এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে আশানুরূপ ফল নেই বাংলাদেশের। ১১৩ ম্যাচে অংশ নিয়ে ৪১ ম্যাচ জিতেছে তারা। ৭০ ম্যাচে হেরেছে তারা। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়। টাইগাররা এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছে, মাত্র পাঁচটিতে জিতেছে। এর মধ্যে বাছাই পর্ব থেকেই চারটি জয় এসেছে। বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে তারা।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, মাহেদী হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *