আজ রোববার (১৭ অক্টোবর) লালন সাঁইয়ের ১৩১তম তিরোধান দিবস। ১৭৭৪ সালে জন্ম নেয়া অসাম্প্রদায়িক, মানবতাবাদি, মরমী-সহজিয়া ধারার গান ও দর্শনের স্রষ্টা ফকির লালন সাঁই ১৮৯০ সালের এই দিনে  কুষ্টিয়ার ছেউড়িয়ায় মহাপ্রয়াণ হয়। বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল। 

তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।
লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়।তার গানের মাধ্যমেই ঊনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে। তাকে ‘বাউল সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে।
লালন ছিলেন একজন মানবতাবাদী। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। যাবতীয় নিপীড়ন, ধর্মীয় গোঁড়ামি আর কুসংস্কারের বিরুদ্ধে লালন ছিলেন প্রতিবাদি। ব্রিটিশ শাসন এবং হিন্দু-মুসলিম অনৈক্যের ক্ষেত্রেও উচ্চারণ করেছেন সচেতনতার বাণী।
তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুলের মত বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবিসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কন্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। ১১৬ বছর আয়ুষ্কালে লালন রচনা করেন প্রায় আড়াই হাজার গান।
বিবিসি বাংলার সেরা গান জরিপে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ অন্যতম। ২০০৪ সালে একই প্রতিষ্ঠানের সেরা বাঙালির তালিকাতেও তিনি স্থান করে নেন।
লালনের প্রভাব বাংলা ভাষা-সাহিত্য ছাড়িয়ে পৌঁছে যায় বিশ্বপরিমণ্ডলে। অ্যালেন গিন্সবার্গ তাঁকে নিয়ে লিখেছেন আফটার লালন নামে বই। রবীন্দ্রনাথ ও নজরুলের অসংখ্য কবিতা-গদ্যে-গানে লালনের প্রভাব দেখা গেছে।
এক নজরে লালন সাঁইজীর সংক্ষিপ্ত জীবনীঃ
জন্মঃ ১৭৭৪।
মৃত্যুঃ ১৭ অক্টোবর ১৮৯০ (১১৬ বছর)।
ছেউড়িয়া, কুষ্টিয়া।
মৃত্যুর কারণঃ বার্ধক্য।
সমাধিঃছেউড়িয়া, কুষ্টিয়া।
বংশোদ্ভূতঃবাঙালী।
পেশাঃ সাধক, গায়ক, গীতিকার, সুরকার।
যে জন্য পরিচিতঃ বাউল গান, মানবতাবাদী দর্শন।
ধরনঃ বাউল গান।
প্রভাবিত হয়েছেনঃ সিরাজ সাঁই।
প্রভাবিত করেছেনঃ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, গগন হরকরা, অ্যালেন গিন্সবার্গ।
উপাধিঃ ফকির, মহাত্মা, বাউল সম্রাট।
ধর্মঃ অজানা।
দম্পতিঃ বিশখা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *