একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক
সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে আত্রাই উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলালের
সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ের তথ্য মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড.হাছান মাহামুদ। বিশেষ অতিথি স্বাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা।
অনুষ্ঠান উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। অন্যদের মধ্যে নওগাঁ-৬ আসনের
সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন মনোয়ারা হক, প্রমূখ।

পরে নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল কে সভাপতি ও কে মোঃ আক্কাছ আলী কে সাধারণ সম্পাদক, চৌধুরী গোলাম মোস্তফাকে ১নং সহ-সভাপতি,আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমানকে২নং সহ-সভাপতি,মোঃ নাহিদ ইসলাম বিপ্লবকে যুগ্ন- সাধারণ সম্পাদক ও মোঃ ফজলে রাব্বী জুয়েলকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছর মেয়াদী আত্রাই উপজেলা
আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়।