আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলে তেল শ্রমিকদের বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত ৭জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে জানায় রয়টার্স।
দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখ পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজেরি বলেন, আজ সকাল ৭টার দিকে বালখের একটি বাসে বিস্ফোরণ ঘটে, যাতে হাইরাতনের তেলের কর্মচারীরা ছিল। এতে অন্তত ৭জন নিহত এবং ৬ জন আহত হয়।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাসের কর্মচারীরা কাদের জন্য কাজ করত, তাও স্পষ্ট নয়। তবে ওয়াজেরি বলেন, পুলিশ তদন্ত করছে এবং দুষ্কৃতকারীকে খুঁজছে।
উল্লেখ্য, আফগানিস্তানের বালখ প্রদেশে উজবেকিস্তান সীমান্তের নিকটবর্তী হাইরাতান শহরে দেশটির প্রধান স্থলবন্দরগুলোর মধ্যে একটি রয়েছে। এর সঙ্গে মধ্য এশিয়ার রেল ও সড়ক যোগাযোগ রয়েছে।