আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে প্রায় ৭০০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন কয়েকশ যাত্রী। জীবিত উদ্ধার করা  সম্ভব হয়েছে অন্তত ৩০০ জনকে।

কঙ্গোর স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি দেশটির পশ্চিমে মাই এনডোম্বে প্রদেশে কঙ্গো নদীতে ডুবে যায় বলে জানান দেশটির মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী স্টিভ এমবিকায়ি।

মন্ত্রী আরও জানান, নৌকাটিতে প্রায় ৭০০ যাত্রী ছিল। তাদের মধ্য থেকে জীবিত অবস্থায় ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে নৌকাটি কিনশাসা থেকে এমবান্ডাকার দিকে রওনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ নৌকা ব্যবহার করা এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল তোলার কারণে এ ঘটনা ঘটেছে। রাতের বেলা নৌকা চালনাও এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন মন্ত্রী।

এছাড়া মন্ত্রী স্টিভ এমবিকায়ি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছর মে মাসে কিভু হ্রদে নৌকা ডুবীতে আট বছর বয়সী এক কিশোরী সহ ১০ জন মারা গিয়েছিলেন।  ২০১০ সালের জুলাইয়ে পশ্চিম প্রদেশের বান্দুন্ডু প্রদেশে একটি নৌকো দুর্ঘটনার কবলে পড়ে ১৩৫ জনেরও বেশি লোক মারা গিয়েছিল।

সূত্র: প্রেস নিউজ এজেন্সি। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *