নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করা হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দল এবং সংগঠন তাদের পছন্দের ব্যক্তিদের নাম প্রস্তাব করেছে সার্চ কমিটির কাছে। কয়েকটি দল আগেই বলে দিয়েছে তারা কোন নাম প্রস্তাব করবেনা। কারন তারা এই সরকারের অধীনে কোন নির্বাচনেই অংশ নিবেনা। তারপরেও মাত্র ৩২২ জনের নাম জমা পরেছে সার্চ কমিটির কাছে। এই ৩২২ জনের মধ্য থেকে সার্চ কমিটি ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবে। মহামান্য রাষ্ট্রপতি একজনকে প্রধান করে ৪ অথবা ৫ জনের একটি নির্বাচন কমিশনের ঘোষনা দিবেন। কিন্তু ৫ জনের এই কমিশন গঠনের জন্য ৩২২ জনের নাম প্রস্তাব করতে হল কেন?

যারা স্বচ্ছ নির্বাচন কমিশন দাবী করে আসছেন তারা সকলেই শিক্ষিত এবং গুনিজন। প্রত্যেকেই সার্চ কমিটির কাছে নিজ নিজ পছন্দের ব্যক্তির নাম প্রস্তাব করেছেন। নতুন নির্বাচন কমিশন গঠনের পর এরাই আবার অভিযোগ করবেন। বলবেন কমিশন সরকারের অনুগত এবং পুর্বনির্ধারিত। বি এন পি এখন থেকেই অভিযোগ করছে। টেলিভিশনে টক’ শো’র নতুন উপাদান যুক্ত হবে, বিভ্রান্ত হবে মানুষ। এভাবে আর কতদিন? জাতীয় প্রয়োজনে অন্তত একটিবার আমরা ঐক্যবদ্ধ হতে পারিনা?

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট, টরন্টো, কানাডা।