ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বিভিন্ন ইস্যুতে অনুরাগীরা তার সাহসিকতার পরিচয় পেয়েছে। তবে এখন ছেলে রাজ্যকে ঘিরেই সময় কাটছে তার। আর অভিনয়ে নিয়মিত না হলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তার ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ মার্চ) একটি স্ট্যাটাস দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে পরী লেখেন, ‘সিনেমার গল্পের অফিস? আসিতেছে তাইলে। কেন যে আমাকে বাচ্চা ভাবে লোকে এতো, বাচ্চা বানায়ে ফেল্লাম তাও।’

<<<পরীমনির পোস্ট>>>

তবে মধ্যরাতে কেন পরী এমন পোস্ট দিলেন সে বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। সময়ের সঙ্গে এই জল্পনার সত্যতা প্রকাশ্যে আসবে, এমনটাই প্রত্যাশা নেটিজেনদের।

প্রসঙ্গত, ২০২১ সালের অক্টোবরে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। চলতি বছরের ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি। এরপর শুটিং থেকে বিরতিতে যান।