মো: জহির হোসাইন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর মিতালি বাজারের এক পোল্ট্রি ব্যাবসায়ীর ভুল চিকিৎসায় একই এলাকার পোল্ট্রি মুরগি  খামারির ২৫০০ মুরগি মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পোল্ট্রি মুরগির খামারি মাসুম হোসেন বলেন গত ১ সপ্তাহ আগে তার খামারের মুরগিকে ঔষধ প্রয়োগ করেন মিতালিবাজারের পোল্ট্রি ব্যাবসায়ী ডিলার নাসির পাটোয়ারী ঔষধ প্রয়োগের দুইদিন পার না হতে মাসুমের খামারের মুরগি মরতে আরম্ভ করে। খামারি মাসুম জানান, গতকাল পর্যন্ত প্রায় ২৫০০ মুরগি মারা যায়। মাসুম জানান ঔষধ প্রয়োগে কোনো ক্ষতি হবে কিনা এর জবাবে নাসির বলেন আমি ডাক্তারের চেয়ে কম বুজি নাকি।

খামারি মাসুম প্রতিবেদককে জানান, তার খামারে ৩৭০০ মুরগি ছিল এখন ৭০০ মুরগি আছে মুরগির মৃত্যুতে আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।  খামারের মুরগির মৃত্যুতে বিশাল ক্ষতিতে দিশেহারা হয়েপড়ছেন খামারি মাসুম। সরজমিনে যেয়ে পোল্ট্রি ব্যাবসায়ী নাসিরের দোকান বন্ধ পাওয়া যায় এবং তার মুঠো ফোন একাধিকবার কল দিলে ও রিসিভ করেননি যার কারণে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি এই বিষয়ে। খামারি মাসুম সঠিক বিচারের মাধ্যমে ওই ডিলারের কাছে ক্ষতি পূরণের দাবি করেন।

রায়পুর ভেটেরিনারি হাসপাতালের  চিকিৎসক ডাক্তার মো :  মোফাজ্জল হোসেন  মুঠো ফোনে জানান ভুল চিকিৎসার কারণে খামারের মোরগের মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, কোনো রেজিস্টার্ড ডাক্তার ছাড়া এন্টিবায়োটিক প্রয়োগ করতে পারে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *