আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকায় ধুলোঝড়ে দৃশ্যমানতা শূন্য হয়ে যাওয়ায়, হাইওয়ে-তে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৬ জন নিহত হয়েছে। আমেরিকার ইলিনয়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, হাইওয়ে ৫৫ অত্যন্ত ব্যস্ত রাস্তা। প্রতিদিনের মতো সোমবারও সেখান দিয়ে গাড়ি চলাচল করছিল। আচমকাই সেখানে ধুলোর ঝড় শুরু হয়। তার তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে চারদিক ধুলোয় ভরে যায়। দৃশ্যমানতা শূন্যে গিয়ে পৌঁছায়।
ফলে রাস্তায় যে গাড়িগুলি চলছিল, সেগুলি দিকভ্রান্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার হয়েছে। সকলেই গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
স্থানীয় প্রশাসনের বক্তব্য, ৪০ থেকে ৬০টি গাড়ি দুর্ঘটনায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি ট্রাকও আছে। স্থানীয় প্রশাসন টুইট করে বলেছে, এ এক মর্মান্তিক দুর্ঘটনা। শীতের তুষার ঝড়ের মতোই ভয়াবহ ছিল এই ধুলো ঝড়। বস্তুত, এই সময় কৃষকেরা মাঠে নতুন বীজ বপন করেন। মাটি নরম করা হয়। ঝড়ে সেই মাটি উড়ে গিয়ে ৫৫ নম্বর হাইওয়ে ঢেকে দেয়। আর তার ফলেই মুহূর্তের মধ্যে দৃশ্যমানতা শূন্য হয়ে যায় বলে মনে করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুইটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষ তারা দেখেছেন। সংঘর্ষের পর একটি ট্রাকে বিস্ফোরণ হয় বলেও তারা দাবি করেছেন। এরপরেই একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে মনে করা হচ্ছে।