দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। কাতারে এই বিশ্বজয়ে অধিনায়ক লিওনেল মেসির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই গোলকিপার এবার আসছেন পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায়।
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অসাধারণ সব সেভ করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মার্টিনেজ। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার এই গোলকিপার এবার পা রাখবেন কলকাতায়। সবকিছু ঠিকঠাক থাকলে মে কিংবা জুন মাসে কলকাতায় আসার কথা রয়েছে মার্টিনেজের। আর এই বিশ্বকাপজয়ী ফুটবলারকে কলকাতায় আনছেন স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত।