স্বাস্থ্য ডেস্কঃ চট্টগ্রামে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত শিশু রোগীর সংখ্যাআশঙ্কাজনক হারে বাড়ছে। জিনগত সমস্যাই শিশুর ক্যান্সারের প্রধান কারণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে শিশুদের ক্যান্সার শতকরা ৮০ ভাগ নিরাময়যোগ্য।
গত বছর চট্টগ্রাম মেডিকেল এবং মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় সাড়ে ৪শ’ শিশু।
চিকিৎসকরা জানান, লিউকেমিয়া, লিভার ও ব্রেনসহ ১০ ধরনের ক্যান্সারে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে। যেখানে ২০২১ সালে এ হাসপাতালে ৩১ জন ক্যান্সারে আক্রান্ত শিশু এসেছিল। আর ২০২২ সালে এসে সে সংখ্যা দাঁড়ায় ৪৭ জনে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও গত দুই বছরে গড়ে ৩০০ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসেছে। ঘন ঘন জ্বর, শরীরের দাগ ও ফোলাসহ নানা প্রাথমিক লক্ষণ দেখা গেলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের শিশু ক্যানসার ও রক্তরোগ বিভাগীয় প্রধান ডা. ইন্দিরা চৌধুরী বলেন, কিছু কোষ ম্যচিউর হয়ে যখন অ্যাডাল্ট কোষে তার এ প্রসেসটা কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হয়। যখন শিশু ভূমিষ্ঠ হয় তখন হয়তোবা কারও কারও ক্ষেত্রে জটিলতা বাড়ে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের রেডিওলজি এন্ড নিউক্লিয়ার ইমেজিং বিভাগের প্রফেসর ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, শিশুদের যে ক্যান্সার তার শতকরা ৮০ ভাগ নিরাময়যোগ্য। এ ম্যাসেজটা আমরা জনগণকে দিতে চাই। দ্রুত হাসপাতালে আসলে সঠিক চিকিৎসা পাওয়া যায় এবং রোগীরাও ভালো থাকে।
এ অঞ্চলে শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেই শিশু ক্যান্সার রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে।