স্পোর্টস ডেস্ক /S.H:

টাইব্রেকারে গোলের উপর গোল দিয়ে বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডকে ১০-১১ গোলে হারিয়ে ৯৮ বছর পর ইউরোপা লিগের শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।

ইতিহাসে প্রথম কোনো বড় শিরোপা জিতল ভিয়ারিয়াল। অপেক্ষাটা ছিল দীর্ঘ ৯৮ বছরের। ম্যানইউর থেকে সব দিকেই পিছিয়ে ভিয়ারিয়াল। জয়ের গল্প হোক আর শক্তি -সামর্থ্যের বিচারে হোক অনেক গুনে এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যানচেস্টারকে হারিয়ে ইতিহাস গড়ল ভিয়ারিয়াাল।খেলার প্রথমার্ধে ভিয়ারিয়ালের হয়ে গোল করে জেরার্ড মরেনো। ২৯ মিনিটের দারুণ এই গোল ভিয়ারিয়ালকে শিরোপা জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে। কিন্তু বিপদ বাঁধে দ্বিতীয়ার্ধে। ম্যানচেস্টারের হয়ে গোলটি শোধ করে এডিনসন কাভানির ৫৫ মিনিটের গোলটি। ১-১ গোলে এই ম্যাচে এরপর আর কোনো দলই গোলের মুখ দেখেনি। এরপর খেলা গড়ায় ১২০ মিনিটে সেখানেও দুইই দলই ছিল ব্যর্থ। শুরু হয় টাইব্রেকার, প্রথম পাঁচটি শটের প্রত্যেকটা গোল করে দু’পক্ষই। এরপর সাডেন ডেথেও গোল করতে থাকে দু’দল। অবশেষে ১১ তম শটে ম্যানচেস্টারের গোল মিসে শিরোপা জিতে ভিয়ারিয়াল। শিরোপা উল্লাসে মেতে উঠে ভিয়ারিয়াল আর উল্লাস করবেই বা না কেন, ৯৮ বছর পর প্রথমবার কোনো শিরোপা জিতল ভিয়ারিয়াল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *