বিনোদন ডেস্ক/S.H:

বলিউডের বর্তমানে শক্তিশালী অভিনেত্রীদের মধ্যে কঙ্গনা রানাউতের নাম সবার উপরে বললেই চলে। এবার এই শক্তিশালী অভিনেত্রী নিজেকে তৈরি করছেন ভারতের অন্যতম সেরা নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। মূলত এইটি ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়, এইটি একটি পলিটিক্যাল ড্রামা।

বলিউডে কঙ্গনা রানাউতকে নিয়ে সব সময় কোনো না কোনো আলোচনা -সমালোচনা থাকেই। কিন্তু  গুনি এই অভিনেত্রীর অভিনয়ের সুনাম যেনো সকলকেই করতে হবে। বরাবরই নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে দাগ কেটেছে কঙ্গনা রানাউত । বলিউডে হাতে গনা দুই তিন জনই অভিনেত্রী রয়েছে যাদের সিনেমা হিট হতে কোনো অভিনেতার প্রয়োজনপড়ে না, কঙ্গনা তাঁদেরই একজন৷ গত কিছু দিন আগে নিজের ইনস্টাগ্রামে কঙ্গনা নিজের একটি ছবি শেয়ার করে নতুন ছবির প্রস্তুতির কথা জানান। ১৯৭৫ সালের জরুরি অবস্থা ও অপারেশন ব্লু স্টারের উপর সিনেমা তৈরি করতে যাচ্ছেন বলিউড পরিচালক সাঁই কবীর। তবে এটি কোন ভাবেই বায়োপিক নয়। কঙ্গনার মতে, “এই প্রজন্মের ছেলেমেয়েদের বর্তমান ভারতের সামাজিক-অর্থনৈতিক অবস্থান বুঝতে সাহায্য করবে এই সিনেমা।” জানা গেছে সিনেমার চিত্রনাট্যের উপর এখনও কাজ চলছে। তবে সিনেমার জন্য বেশ পরিশ্রম করছেন গুনি এই অভিনেত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *