আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় নদী পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়ে প্রাণ গেছে ১১ কিশোরের।

আজ শনিবার (১৬ অক্টোবর) স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীর আবর্জনা অপসারণে অংশ নিয়েছিল ১৩ থেকে ১৫ বছর বয়সী দেড়শ’ শিক্ষার্থী। এদের মধ্যে ২১ জন শিক্ষার্থী হঠাৎ পানিতে পড়ে যায়। এর মধ্যে ওই ১১ শিক্ষার্থী মারা যায়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় দুজনকে।

স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, শিক্ষার্থীরা সবাই স্কাউট দলের সদস্য। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারা ১০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ছাড়া উদ্ধার তৎপরতায় অংশ নেন স্থানীয়রাও। শুক্রবার (১৫ অক্টোবর) রাতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

বাদুংয়ের অনুসন্ধান ও উদ্ধারবিষয়ক কার্যালয়ের প্রধান কর্মকর্তা দেদেন রিদওয়ানসিয়াহ জানান, কিশোররা যখন কাজে নামে তখন আবহাওয়া ভাল ছিল এবং সেখানে বন্যার পানির মতো অবস্থাও ছিল না। যারা পানিতে ডুবে যায় তারা একে অপরের হাত ধরে হাটছিল। এ সময় তাদের একজন পিছলে পড়লে অন্যরাও পানিতে ডুবে যায়।

ইন্দোনেশিয়ায় নভেম্বর মাসের শেষের দিকে বর্ষাকালে শিশু কিশোরদের নদীতে ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু দুর্যোগ প্রশমন সংস্থার আনুষ্ঠানিক সতর্কতা সত্ত্বেও নদীতে পরিচ্ছন্নতা অভিযানে যায় শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থী মৃত্যুর এই ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রশাসন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতে আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছিল ১০ শিক্ষার্থীর। সূত্র: আলজাজিরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *