আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের পশ্চিমাঞ্চলের আল-আনবার প্রদেশের মার্কিন নিয়ন্ত্রিত আইন আল-আসাদ বিমানঘাঁটিতে অন্তত ১০টি রকেট হামলা হয়েছে। দেশটিতে সন্ত্রাসী মার্কিন বাহিনীর নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েইন মারোট্টো এ তথ্য জানিয়েছেন।

আজ বুধবার (মার্চ) ভোরে মার্কিন নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই বিমানঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা ও বহু জঙ্গিবিমান রয়েছে।

ইরাকের নিরাপত্তা বাহিনী বলেছে, আজ সকালে বিমানঘাঁটিতে ১০টি কাতিউশা রকেট আঘাত হেনেছে। এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

গত সপ্তাহে ইরাক-সিরিয়া সীমান্তে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, এরপরই এই রকেট হামলার খবর এলো। সম্প্রতি ইরাকে মার্কিন স্বার্থে হামলা বেড়েছে। সেদেশের জনগণ ও রাজনৈতিক নেতারা মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

এর আগে ইরাকে এ ধরণের হামলার বিষয়ে তদন্ত করতে সেদেশের বিভিন্ন সংগঠন এবং প্রতিবেশী দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরাকি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, আইন আল-আসাদ হচ্ছে সেই ঘাঁটি যেখানে গত বছর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে তছনছ করে দিয়েছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে সেখানে হামলা চালিয়েছিল ইরান। সুত্রঃ পার্সটুডে। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *