মো: জাহাঙ্গীর আলম (রাজশাহী): আসন্ন ঈদে রাস্তায় যেন কোন যানযট সৃষ্টি না হয় উত্তরবঙ্গগামী যাত্রীদের নির্বিঘ্নে বাড়ীতে ফিরতে পারে এসব নিশ্চিত করতে ১০ এপ্রিল সোমবার দুপুরে চান্দাইকোনা, পেন্টাগন-বগুড়া বাজার, ছোনকা, মির্জাপুর, শেরপুর ও শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এ সময় শেরপুর পৌর শহরের ধুনটমোড় এলাকায় পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তিনি।
তিনি বলেন, মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করতে সার্বক্ষনিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে, ঈদের ৭ দিন আগে ও ৭ দিন পরে মহাসড়কে অটোরিক্সা ও থ্রি হুইলার কোন প্রকার চলাচল করবেনা। মহাসড়কের বিভিন্ন পয়েন্টের মুখ খুলে দেয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, পুলিশ প্রশাসন ও ট্রাফিক পুলিশকে সজাগ থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, হাইওয়ে পুলিশ সুপার (বগুড়া রিজিয়ন) মো. হাবিব, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সানজিদা সুলতানা, পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর থানার অফিসার ইনাচর্জ মো. আতাউর রহমান খোন্দকার, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন, ট্রাফিক ফাঁড়ি ইনচার্জ ইয়াজদানি, সাসেকের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।