মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার স্বনামধন্য ঐতিহ্যবাহী উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ে এস এস সি ২০২১ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায়  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল এর  মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের সভাপতি কাজী জাদিদ আল-রহমান জনি। প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্র ধর এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য বৃন্দ।

প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্যেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্যে সামনের দিনগুলিতে পরীক্ষার জন্য কিভাবে নিজেকে প্রস্তুতি করবে, সে বিষয়ে গুরত্বপূর্ণ বক্তব্য তুলে ধরে তিনি বলেন ২০১৭ সাল থেকে বিগত চার বছর যাবৎ কৃতিত্বের সহিত শতভাগ পাঁশের গৌরব অর্জন করে আসছে আমি বিশ্বাস করি বরাবরের মতো এবছর ও শতভাগ পাঁশের মাধ্যমে ধারাবাহিতা অক্ষুণ্ণ রাখবে। বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো.তাজুল ইসলাম ছোট তাজ ছাত্রছাত্রীদের উদ্যেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এই সময় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীদের অভিভাবক,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।

উল্লেখ্য,১৪ই নভেম্বর  থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের ১৭১জন শিক্ষার্থী অংশ নেবে। ছাত্র-৫৩,ছাত্রী-১১৮ জন। এতে মানবিক বিভাগে ছাত্রী-৯৮,ছাত্র ১৪ মোট-১১২,ব্যবসায়ী শিক্ষা – ছাত্র ৩০,ছাত্র ৯ মোট ৩৯। বিজ্ঞান বিভাগে-ছাত্র ৯,ছাত্রী ১১ মোট ২০জন।

অনুষ্ঠান শেষে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি শিক্ষার্থীদের নিজস্ব অর্থ থেকে বিদায়ী পরীক্ষার্থীদের, পরীক্ষার প্রস্তুতি মূলক সামগ্রী তুলে দেয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *