অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ১৬ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করেন। কিন্তু ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পদে নিয়োগ সম্পন্ন না হওয়ায় উদ্বোধনের ২৮ দিন পেরিয়ে গেলেও আযান ও নামাজ হয়নি এ মসজিদে। ফলে স্থানীয় মুছল্লিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা পরিষদ চত্বরে সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে ৪০ শতক জমির উপর নির্মিত হয় তিন তলা বিশিষ্ট দৃষ্টি নন্দন ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদ। গণপুর্ত বিভাগের তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত ঠিকারদারী প্রতিষ্ঠান নির্মান কাজ শেষ করে গত ফেব্রুয়ারী মাসে মসজিদটি প্রশাসনের নিকট হস্তান্তর করে । এদিকে গত ৯ জানুয়ারী ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পদে দরখাস্ত আহ্বান করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মসজিদ পরিচালনা কমিটি । বিজ্ঞপ্তি অনুযায়ী ইমাম পদে ১৫ জন, মুয়াজ্জিন পদে ১০ জন ও খাদেম পদে ৭ জন প্রার্থী আবেদন করেন।
গত ১৬ ফেব্রুয়ারী যথারীতি লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু অজ্ঞাত কারণে ফলাফল প্রকাশ না করে চলতি এপ্রিল মাসের ৪ তারিখ নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। এ নিয়ে উপজেলার সর্বত্র আলোচনা – সমালোচনা শুরু হয়।
স্থানীয় মুছল্লি ফরহাদ হোসেন, শাহজাহান আলী ও মুকুল মিয়া জানান, চলতি রমজানে মডেল মসজিদে তারাবির নামাজ আদায় করার আশা ছিল। কিন্তু আমাদের সে আশা মনে হয় পূরণ হবে না। তারপরও ঈদের আগে মডেল মসজিদের নিয়োগ সম্পন্ন করে মুসল্লিদের নামাজ আদায়ের ব্যবস্থা করার দাবী জানাচ্ছি।
ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, নিয়োগ জটিলতা নয় । যেহেতু স্থানীয়ভাবে ও উপজেলা পরিষদের অর্থ দিয়ে তাদেরকে বেতন দেয়া হবে। সে কারনে আবেদনকারীদের কাগজপত্র ও অন্যান্য বিষয়গুলো ভাল করে যাচাই বাছাই করে উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি। পরে নিয়োগ কমিটির সদস্যের মতামতে পুণঃনিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। যোগ্য প্রার্থী না পাওয়া পর্যন্ত পুণঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নীতিমালা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সুমন দাস জানান, মডেল মসজিদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি কমিটি রয়েছে। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া সু-সম্পন্ন করার লক্ষ্যে কমিটিকে অবগত করা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে মুসল্লিরা মডেল মসজিদে নামাজ আদায় করতে পারবে।