অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ গত দুই-তিন দিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ও স্রোত ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তীব্র স্রোতের মধ্যে নদী পার হতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক কৃষক। বুধবার দুপুর দুইটার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তিস্তা নদীর চর জুয়ান সতরায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ কৃষকের নাম বদিয়াজ্জামান (৫৫)। তিনি উপজেলার থেতরাই ইউনিয়নের দঁড়ি কিশোরপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।

থেতরাই ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ডিজিটাল বাংলানিউজকে জানান, নিখোঁজ বদিয়াজ্জামান প্রতিদিনের মতো  গবাদিপশুর ঘাস সংগ্রহ করতে তিস্তা নদী পাড়ি দিয়ে চরাঞ্চলে যান। ঘাস সংগ্রহ করে দুপুরের দিকে ঘাসের বস্তাসহ সাঁতরে তিস্তা নদী পাড়ি দিয়ে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের তোড়ে ডুবে যান তিনি। এ সময় প্রত্যক্ষদর্শী লোকজন তাকে উদ্ধারের জন্য নদীতে নেমে খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় দুটি নৌকা দিয়ে উদ্ধার অভিযান চলালেও সন্ধ্যা পর্যন্ত বদিয়াজ্জামানকে উদ্ধার করা সম্ভব হয়নি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, আবহাওয়া প্রতিকূল থাকায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *