অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রামের উলিপুরে ডোবার পা‌নিতে ডুবে এক শিশুর মৃত‌্যু হয়েছে। সোমবার (১৬ মে) দুপুরে পৌরসভার আব্দুল হা‌কিম ডারারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু‌র নাম আব্দুল্লাহ (৩)। সে ওই গ্রামের জুয়েল হাসানের পুত্র।

প‌রিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডারারপাড় কবরস্থানের পাশে শিশু‌টির মা ও দা‌দি ধান শুকানোর কাজে ব‌্যস্ত ছিলেন। এ সময় তাদের অজান্তে আব্দুল্লাহ পাশের এক‌টি ডোবার পা‌নিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন‌ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত‌ ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।