শিক্ষা ডেস্কঃ এইচএসসিতে যে সিলেবাসের ওপর পরীক্ষা সম্পন্ন হয়েছে, সেই সিলেবাসের ওপরেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২২ এর ফলাফল সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে, সেই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা এবারও হবে। তবে তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করে বলেন যে সিলেবাসে এইচএসসি পরীক্ষা হয়েছে সে সিলেবাসে ভর্তি পরীক্ষা নেয়া হোক।
তিনি আরও বলেন, একই বিষয়ে বার বার পরীক্ষা হওয়া উচিত না। তাই আমরা চাই একটাই পরীক্ষা হোক। যেমন ভর্তি পরীক্ষায় বাংলা, গণিত বা ইংরেজি বিষয়ে নির্দিষ্ট নম্বরে একটা পরীক্ষা হওয়া উচিত। একই জিনিস বার বার করার কোনো যৌক্তিকতা দেখি না। এই পদ্ধতি যতদিন না হয় ততদিন চলমান গুচ্ছ পরীক্ষাটা আরও কীভাবে ভালো করা যায় তার জন্য কাজ করা উচিত।
দীপু মনি বলেন, আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা কলেজ পাস করার পরেই উচ্চশিক্ষায় যান। আমরা তাদের জন্য কিছু কোর্স চালু করেছি। আমি আশাবাদী তারা সেখান থেকে উপকৃত হবেন।
এছাড়াও সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা।