হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত সনদধারীরা প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে প্যানেলপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন ঠাকুরগাঁওয় জেলা শাখা।
এদিন বিকালে পৌরশহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন জেলা শাখার আয়োজন মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রেীয় সহ- সভাপতি ফারহানা আজাদ, রংপুর বিভাগের আহবায়ক আব্দুল্লাহ রাজা, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক অতুল কুমার রায়, মোকসেদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা সকল শিক্ষক পদে নিবন্ধনধারী চাকুরি প্রত্যাশীদের কোটা বিহীন প্যানেল ভিত্তিক নিয়োগ স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখাসহ ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভূক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করার দাবী জানান।