তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর গত কয়েকদিনে বেশ কয়েকটি দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার এবং স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউজিল্যান্ডে ৬ দশমিক ৩ মাত্রার মাঝারি ভূমিকম্প ভূমিকম্প আঘাত হেনেছে।
ইউরোপ ও ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যালোচনা কেন্দ্র (ইএমএসসি) এসব তথ্য নিশ্চিত করেছে।
ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রোমানিয়ার দ্রোবেতা-তুরনু সেভেরিনের ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৮ দশমিক ৪৫ মাইল)।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ভূমিকম্পে ভবনগুলো কেঁপে ওঠে। এ সময় আতঙ্কিত হয়ে পড়ে লোকজন। অনেকেই ভবন থেকে দ্রুত বেরিয়ে যান। তবে এ ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনের তথ্যমতে, ভূমিকম্পটি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের কাছে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ওয়েলিংটনের ৫৫ কিলোমিটার দূরে পারাপারুমুরতে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর ভূমিকম্পটি এমন সময় আঘাত হানল যখন দেশটিতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বন্যা, ভূমিধ্বস এবং অনেক স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন। ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরপর সম্প্রতি ইন্দোনেশিয়া, সিকিম, আসাম ও রোমানিয়ায় ভূমিকম্পের খবার পাওয়া গেছে।