আন্তর্জাতিক ডেস্কঃ ব্ল্যাক, হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাসের পর এবার ভারতে নতুন আতঙ্কের নাম ‘গ্রিন ফাঙ্গাস’। মধ্যপ্রদেশে এক ব্যক্তির শরীরে নতুন এই গ্রিন ফাঙ্গাস শনাক্ত হয়েছে। কিছুদিন আগে তিনি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, চিকিৎসকরা মনে করছেন ভারতে গ্রিন ফাঙ্গাস শনাক্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের বক্ষব্যাধি বিভাগের প্রধান রবি দোশী জানান, চিকিৎসা পরিভাষায় এই রোগের নাম অ্যাসপারগিলোসিস। এই অ্যাসপারগিলোসিস বা গ্রিন ফাঙ্গাস সম্পর্কে আরও গবেষণা করা দরকার।

অ্যাসপারগিলোসিস একটি তুলনামূলক অস্বাভাবিক সংক্রমণ এবং এটি ফুসফুসে আক্রমণ করে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মধ্যপ্রদেশের ওই ব্যক্তির শরীরে গ্রিন ফাঙ্গাসের উপস্থিতি পাওয়ার পরপরই এ নিয়ে গবেষণা শুরু হয়েছে।

৩৪ বছর বয়সী গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত এই রোগী দুই মাস ধরে কোভিডের সঙ্গে লড়াই করেছিলেন। নাক দিয়ে রক্ত পড়া ও জ্বরে আক্রান্ত এই রোগী মারাত্মক ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু পরীক্ষার পর গ্রিন ফাঙ্গাস শনাক্ত হয়।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *