তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় মৌলভীবাজার জেলার সর্বস্তরের জনসাধারণ। এসময় জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান ও জেলা প্রশাসনের সকল কর্মকর্তা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য জয়বাংলা সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠানে হাজারো সাইকেল প্রেমী অংশগ্রহনের মাঝে আনন্দ ঘনো সুন্দর পরিবেশ তৈরি হয়।এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এমপি জেলা আওয়ামীলীগ সভাপতি নেচার আহমেদ, মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান মিছবাহ রহমান, সদর পৌর মেয়র ফজলুর রহমান ও আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।