বিনোদন ডেস্ক/S.H:

বর্তমান সময়ে সবচেয়ে কটাক্ষ করায় গায়ক নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর মামলার প্রস্তুতিসমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আরও একটি জিডি করা হয়েছে। তার আগে সময় টেলিভিশন তাদের এক প্রতিবেদককে বাসা থেকে তুলে নেওয়ার হুমকিতে তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি হয়। এবার তার বিরুদ্ধে জিডি ও মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছে গীতিকার ও সুরকার ইথুন বাবু।

গতকাল রবিবার রাত দশটায় ঢাকার হাতিরজিল থানায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে কটাক্ষ করায় তিনি এই জিডি করেছে বলে জানান। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর ফায়সাল। এই ব্যাপারে ইথুন বাবু আরও বলেন নোবেল তাকে এবং তার সাথে অনেকেই অপমান ও তাচ্ছিল্য করেছ, তার মধ্যে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক জেমস। তিনি আরও জানান দিন দিন নোবেলের বেফাস মন্তব্য তরুণ প্রজন্মের জন্য ক্ষতি বয়ে আনবে। তাই তিনি নোবেলের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছেন। কিছু দিন ধরে সংগীতশিল্পী নোবেল সামাজিক যোগাযোগমাধ্যম নানা রকম বেফাঁস মন্তব্য করে চলছেন। তার আগেও তিনি এই ধরনের মন্তব্য করে সমালোচনার মুখে পরেছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *