মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপ‌জেলায়  নবাগত ইউএনও অনজন দাশ এবং এ‌সিল্যান্ড (ভূ‌মি) ইকবাল রা‌সেল রায়পু‌রের সাংবা‌দিক‌দের সা‌থে মত‌বি‌নিময় সভা ক‌রে‌ছে। মত‌বি‌নিময় সভা‌টি সোমবার (২০ ডি‌সেম্বর) রায়পুর উপ‌জেলা মিলনায়তনে রায়পু‌রের প্রিন্ট ই‌লেকট্র‌নিক্স মি‌ডিয়ার সাংবা‌দিক‌দের সতস্পুর্ত অংশগ্রহ‌নের মাধ্য‌মে অনু‌ষ্ঠিত হয়।

সভা‌টি রায়পু‌রের সাংবা‌দিক‌দের মিলন‌মেলায় প‌রিনত হয়। এমন আ‌য়োজ‌নে সাংবা‌দিকগন রায়পুর উপ‌জেলা প্রশাস‌নের এক‌টি ভা‌লো উ‌দ্যোগ ব‌লে ম‌নে ক‌রেন। মত‌বি‌নিময় সভায় আগত সাংবা‌দিকগন সাংবা‌দিক‌দের বি‌ভিন্ন সমস্যা এবং সংবাদ সংগ্রহকা‌লে নানা প্র‌তিবন্ধকতার কথা ব‌লেন উপ‌জেলা প্রশাসন‌কে।

এ সময় রায়পুর সাংবা‌দিক‌দের পা‌শে থাকার আশ্বাস দেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ। তি‌নি ব‌লেন আ‌মি কথা আর আশ্বা‌সে বিশ্ব‌াসী নয় আ‌মি কা‌জে বিশ্বাসী। সভায় উপ‌স্থিত থে‌কে বক্তব্য রা‌খেন রায়পুর সাংবা‌দিক ইউ‌নিয়‌নের সভাপ‌তি ওয়া‌হিদুর রহমান মুরাদ, সি‌নিয়র সহ সভাপ‌তি আজম খান, সাধারন সম্পাদক মোঃ জ‌হির হো‌সেন, প্রেস ক্লা‌বের সভাপ‌তি মিন্টু, সাধারন সম্পাদক আ‌নোয়ার ঢা‌লি, রি‌পোর্টাস ইউ‌নি‌টির সভাপ‌তি পীরজাদা মাসুদ, সাধারণ সম্পাদক মিলন সহ অন্যান্য সাংবা‌দিকগন।

সভায় আগত সাংবা‌দিকগন উপ‌জেলা প্রশা‌সনের এমন আ‌য়োজ‌নে স‌ন্তোষ প্রকাশ ক‌রেন।