তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল রোববার (৩১ অক্টোবর) বেলা ২ ঘটিকার দিকে চৈত্রঘাট বাজার এ ঘটনাটি ঘটে। নাজমুল হাসান কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকার লকুস মিয়ার ছেলে বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা নাজমুলকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০শয্যা সদর হাসপাতালে পাঠালে অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ডা: পরামর্শ ক্রমে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তিনি মারা যান।

কমলগঞ্জ থানার (ওসি তদন্ত) সোহেল রানা জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে যারা এ ঘটনার সাথে সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আসামিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *