মোঃ মিনহাজ উদ্দীন, চট্টগ্রাম সংবাদদাতাঃ ‘কমিউনিটি পুলিশিংয়ের মৃলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মত লোহাগাড়ায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। দিবসটি  উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে লোহাগাড়া থানা পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) সকালে থানা কম্পাউন্ড থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে  গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করে থানা পুলিশ।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ আতিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃশিবলী নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজানাসহ থানার বিভিন্ন কর্মকর্তা, জন প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণ।