সিএনবিডি ডেস্কঃ দেশে চলমান মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে।এর আগের দিন শুক্রবারও (১৬ এপ্রিল) করোনায় ১০১ জন মারা যায়।

আজ শনিবার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারি-বেসরকারি মিলিয়ে দেশের মোট ২৫৭টি পরীক্ষাগারে ১৫ হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ৩ হাজার ৪৭৩টি। এ পর্যন্ত শনাক্ত হয় ৭ লাখ ১৫ হাজার ২৫২টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১০১ জনের মধ্যে ৬৯ জন পুরুষ ও ৩২ জন নারী। তার মধ্যে ঢাকা বিভাগের ৬৭ জন, চট্টগ্রামের ২৩, রাজশাহী ২, খুলনা ৩, বরিশাল ১, সিলেট ২ ও ময়মনসিংহের ৩ জন। এদের মধ্যে ৯৯ জন হাসপাতালে এবং ২ জন বাড়িতে মারা গেছেন। ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৭ হাজার ৬৩৫ জন এবং নারী ২ হাজার ৬৪৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১০১ জনের মধ্যে ৫৮ জনই ষাটোর্ধ্ব। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৯ জন, ৪১ থেকে ৫০ বছরের ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *