কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদ এন্টিজেন টেস্ট পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর হাসপাতালে এন্টিজেন টেস্টের মাধ্যমে তার পজেটিভিটির বিষয়টি নিশ্চিত হোন তিনি।

জেলা সিভিল সার্জন ডা. এ,বি,এম আবু হানিফ বলেন, জেলা প্রশাসক এন্টিজেন টেস্টে পজেটিভ হয়েছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং সরকারী বাসভবনে আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শমতো চিকিৎসা গ্রহণ করছেন।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইব্রাহিম বলেন, নওগাঁ সদর হাসপাতালে সাড়ে ১০টার দিকে এন্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পজেটিভ নিশ্চিত করা হয়েছে। আল্লাহর রহমতে স্যারের শরীর এখন ভালো আছে। বাসায় আইসোলেশনে আছে শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে তিনি নিশ্চিত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *