সিএনবিডি ডেস্কঃ চলমান মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ৩৫ জনের মধ্যে ২১ জন পুরুষ, ১৪ জন নারী। ফলে এ নিয়ে মোট মৃতের সংখ্যা হয়েছে ৮ হাজার ৯০৪ জনে। এছাড়া একই সময়ে আরও ৩ হাজার ৯০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জন।

আজ রোববার (২৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২২ হাজার ৪২৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ১৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৮৮ হাজার ৮৩০টি।

এছাড়া ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *