আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারীতে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ লাখ ৬৮ হাজার ৬৩৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৪ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ৯৬২ জন। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ৭৫৬ জন।

আজ রোববার (২৩ মে) করোনায় আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৩৩৩ জন আর ৬ লাখ ৩ হাজার ৮৭৬ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৬৫ লাখ ২৮ হাজার ৮৪৬ জন। মারা গেছেন ২ লাখ ৯৯ হাজার ২৯৬ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ২৯১ জনের।

ফ্রান্সে করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ৯৩ হাজার ৯৬২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৫২৬ জনের।

সুত্রঃ ওয়ার্ল্ডোমিটার ডট কম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *