বিনোদন ডেস্ক/S.H:

ভারতে চলমান করোনার মহামারীতে মানুষের জন্য এগিয়ে এসেছে অনেক শিল্পী। গতকাল রবিবার গিভ ইন্ডিয়ার সহযোগে ফেসবুকের লাইভে এসে কনসার্ট করেন বলিউডের এই সময়কার জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। আগে জানিয়েছিলেন, অনলাইন কনসার্টের মাধ্যমে উঠে আসা সম্পূর্ণ অর্থ যাবে গ্রামের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে।

ভারতে চলমান মহামারীতে ভেঙ্গে পরেছে চিকিৎসার খাত। বিশেষ করে ভারতের গ্রামগঞ্জের চিকিৎসার খাত অবস্থা একেবারেই ভেঙ্গে গেছে। গ্রামের চিকিৎসার খাত উন্নয়নের জন্য ফেসবুক লাইভে কনসার্টের সিদ্ধান্ত নেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। কনসার্ট থেকে আয়কৃত অর্থ সম্পূর্ণটাই ব্যবহার করা হবে এমআরআই, সিটি স্ক্যান-এর মত বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতিতে। রবিবার ৬ জুন রাত ৮ টায় শুরু হয় অরিজিতের কনসার্ট এবং সোমবার দুপুর ১২ টা পর্যন্ত অনুদান জমা হয় ৭৭ লক্ষ ৬৮ হাজার ৪১ টাকা। প্রায় ১৪ লক্ষ মানুষ অরিজিৎ সিং-এর কনসার্ট লাইভ দেখেছে।

কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অরিজিৎ সিং-এর মা। সেখানে ব্রেইন স্ট্রোক করে মারা যান তিনি। মায়ের মৃত্যুতে কাতর অরিজিৎ সিং নিজের এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য দফতরকে পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন তুলে দেন। এরপরই  তিনি সিদ্ধান্ত নেন ফেসবুক লাইভে কনসার্ট করার কথা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *