আন্তর্জাতিক ডেস্কঃ প্রবল বর্ষনের কারনে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ডস্কেব্রাদাস এলাকায় অন্তত ১৪ নিহত এবং কমপক্ষে ৩৫ জন গুরুতর আহত হয়েছে বলে মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় ইউনিটের তরফ থেকে (ইউএনজিআরডি) টুইট বার্তায় জানানো হয়, ভূমিধসে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। দুর্যোগের কবলে পড়ে আহত হয়েছেন আরও ৩৫ জন। এখনও নিখোঁজ রয়েছেন একজন। আর হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আরও ভূমিধস ও বন্যার আশঙ্কায় পাহাড়ি অঞ্চলটি থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে বাসিন্দাদের।

https://twitter.com/UNGRD/status/1491190046590140419?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1491190046590140419%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dw.com%2Fen%2Fcolombia-mudslide-kills-at-least-14%2Fa-60706996

উদ্ধারকারী দলগুলো মাটি খুঁড়ে জীবিতদের খোঁজ করছে বলেও জানিয়েছে ইউএনজিআরডি।

পেরেরার মেয়র কার্লোস মায়া জানিয়েছেন, ভূমিধসে আমরা ১৪ জনের মৃত্যু গণনা করেছি এবং ৩৫ জন আহত হয়েছেন বলে জেনেছি। তবে আরও ভুমিধসের আশঙ্কায় পেরেরাতে প্রায় ৫৪ টি এবং ডস্কেব্রাডাসে ১৫টি বাড়ি খালি করা হয়েছে ৷