আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ার মেডেলিন শহরে একটি আবাসিক এলাকায় ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছেন। গতকাল সোমবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেন।

মেডেলিন শহরের মেয়র দানিয়েল কিন্তেরো এক টুইট বার্তায় জানান, আট আরোহীর মধ্যে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু ছিলেন। বিমানটি শহরের বেলেন রোসালিস এলাকায় পড়েছে এবং এতে অন্তত সাতটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। সরকার তার সব সক্ষমতা নিয়ে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

তার টুইটের সঙ্গে দেওয়া ভিডিওতে ঘরবাড়ির ওপর দিয়ে ঘন কালো ধোঁয়ার একটি কুণ্ডলী উঠতে দেখা গেছে।

দুই ইঞ্জিনের পাইপার বিমানটি মেডেলিন থেকে পার্শ্ববর্তী চোকো বিভাগের পিসারোর উদ্দেশে রওনা হয়েছিল বলে জানিয়েছেন কিন্তেরো।