অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাভার্ড ভ্যানে করে ৩৩ কেজি গাঁজা পাচারের সময় পালসার মোটরসাইকেল সহ গাঁজার মালিক আটক হয়েছে। এ সময় কাভার্ড ভ্যানটিও জব্দ করেছে পুলিশ।

শুক্রবার  ২ ডিসেম্বর ভোরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের নাওডাঙ্গা পুলেরপাড় এলাকায় ফুলবাড়ী টু-নাগেশ্বরী সড়ক এ অভিযান চালায় ফুলবাড়ী থানা পুলিশ।

আটক মাদক কারবারীর নাম সিয়াম (২২)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের হারুন অর রশিদের ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, কাভার্ড ভ্যানে করে গাঁজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এ সময় ৩৩ কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেল সহ একজনকে আটক করা হয়েছে। পুলিশ দেখে কাভার্ড ভ্যানের ড্রাইভারসহ কয়েকজন মাদক কারবারী পালিয়ে গেলেও তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা হয়েছে।

আটক মাদক কারবারীকে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।